এবার সাফাই অভিযানে সামিল NCC পড়ুয়ারা

কারও হাতে ঝাঁটা, কারও হাতে ময়লা তোলার ব্যাগ। তারা সাতসকালেই হাজির সাফাই অভিযানে। এবার সাফাই অভিযানে সামিল শ্রীরামপুরের থার্ড বেঙ্গলের এনসিসি’র পড়ুয়ারা। শ্রীরামপুরের ফেরি সার্ভিসের গঙ্গার পাড় সংলগ্ন এলাকায় সাফাই অভিযান চালায় তারা। এদের নেতৃত্ব দেন সেনা অফিসারেররা।

এক ক্যাডেট জানায়, “পড়াশোনার ফাঁকে এই ধরনের কাজ করতে খুবই ভালো লাগে। চারপাশটা পরিস্কার থাকলে খুবই ভালো লাগে। অনেক রোগ জীবানু থেকে মুক্তি পাওয়া যায়। অাগামি দিনে যদি ইন্ডিয়ান অার্মিতো যোগ দিতে পারি, তাহলে এই শিক্ষাগুলো কাজে লাগাতে পারবো।”

আরও পড়ুন-উন্নাওয়ের নির্যাতিতার মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর