বরখাস্ত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ঘটনা সেটাই। প্রেসিডেন্টের বিরুদ্ধে উঠেছে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ। তৈরি হয়েছে জুডিশিয়াল কমিটি। এরপর ইম্পিচমেন্ট প্রস্তাব নিয়ে হাউস অফ কনজারভেটিভে ভোটাভুটি হওয়ার কথা। ইমপিচমেন্ট করা হলে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হবেন ট্রাম্প।

ট্রাম্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। জুডিশিয়াল কমিটি তৈরি করেছিল হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। শুক্রবার সেই রিপোর্ট পেশ করা হয়েছে। অভিযোগ কী? ট্রাম্প ইউক্রেনকে 40 কোটি ডলারের সাহায্য হঠাৎই বন্ধ করে দেন। অভিযোগ, এরপর তিনি ইউক্রেন প্রেসিডেন্টকে ফোন করে বলেন দুটি শর্তে এই সাহায্য ফের চালু করবেন। প্রথম শর্ত, জো বিডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যেতে হবে। আর দ্বিতীয় শর্ত হল প্রচার করতে হবে রাশিয়া নয় ইউক্রেন ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পকে সাহায্য করতে চেয়েছিল। এই কথা প্রকাশ্যে আসার পরেই স্পিকার ইম্পিচমেন্ট প্রক্রিয়া চালু করেন।