৮০ হাজার মার্কিন ডলার-সহ দুই সিরিয়ার নাগরিককে আটক করল সিআইএসএফ। কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণের পরই এই দুই বিদেশিকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত সিআইএসএফ জওয়ানদের।

তারপরই স্ক্যানারে ধরা পড়ে একজন পায়ের মোজার মধ্যে আর অন্যজন হ্যান্ড ব্যাগ-এর মধ্যে লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন ৮০ হাজার ইউএস ডলার। এমনই জানানো হয়েছে সিআইএসএফ-এর পক্ষ থেকে। এরপর আটক করে দু’জনকে তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে।

আরও পড়ুন-জেলায় জেলায় উত্তাপ ছড়াল NRC-CAA বিরোধী আন্দোলন
