Sunday, January 11, 2026

“পুলিশই আগুন লাগিয়েছে”, দিল্লি- সংঘর্ষের ঘটনায় ভাইরাল হল ভিডিও

Date:

Share post:

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লি, অসম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ। ওই আইনের প্রতিবাদে উত্তাল রাজধানী দিল্লিও৷

জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে৷ রবিবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আটক করে পুলিশ, পরে যদিও ছেড়ে দেওয়া হয় তাঁদের৷
এদিকে অভিযোগ উঠেছে, ছাত্র-পুলিশ সংঘর্ষ চলাকালীন পরিস্থিতি যাতে আরও অগ্নিগর্ভ হয়, সেজন্যে কিছু বাসে আগুন ধরিয়ে দিয়েছে পুলিশই৷ এমন চাঞ্চল্যকর অভিযোগই শুধু নয়, ওই দাবির সত্যতা প্রমান করতে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে৷ সেই ভিডিও ভাইরাল হয়ে উঠেছে৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, একটি বাসে কেরোসিনের জার থেকে কিছু তরল ছিটিয়ে দিচ্ছেন খোদ পুলিশ কর্মীই। এই ঘটনা নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ অনেকেই অভিযোগ করছেন, পুলিশেরই কিছু কর্মী এই ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও পুলিশের তরফ থেকে এই ধরণের সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রবিবার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলো৷ সেই সময়েই পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাঁদের। রবিবার সন্ধ্যায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে দক্ষিণ দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকা৷ বিক্ষোভরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং এলাকাটি যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়। এই ঝামেলা চলাকালীনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে ওই ভিডিওটি, যা দেখে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ওই ভিডিওতে দেখা যায়, একজন পুলিশ কর্মী নিজেই একটি ফাঁকা বাসে কেরোসিনের জার থেকে কোনও তরল ছুঁড়ছেন। দেখা যায় বেশ কয়েকটি বাস ও দু’চাকার গাড়িতে আগুন ধরনো হচ্ছে৷ এই ঘটনা নিয়ে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এর পরই একটি টুইট করেন৷ টুইটে তিনি লিখেছেন, “এই ছবিটি দেখুন … দেখুন কে বা কারা বাসে এবং গাড়িতে আগুন দিচ্ছে … এই ছবিটি বিজেপির করুণ রাজনীতির সবচেয়ে বড় প্রমাণ … বিজেপি নেতারা এর প্রতিক্রিয়ায় কী বলবেন?” হিন্দিতে কর মণীশ সিসোদিয়ার এই টুইটও ভাইরাল হয়েছে৷ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযানের নেতৃত্বে থাকা দক্ষিণ-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল, সিসোদিয়ার করা অভিযোগ খারিজ করে দেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকই নিয়ন্ত্রণ করে দিল্লি পুলিশকে, যে মন্ত্রকের দায়িত্বে বিজেপি প্রধান তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওদিকে দিল্লিতে ক্ষমতায় রয়েছে বিজেপি বিরোধী আম আদমি পার্টি বা আপ৷

————-
মণীশ সিসোদিয়ার টুইট:

ये फ़ोटो देखिए.. देखिए कौन लगा रहा है बसों और कारों में आग.. यह फ़ोटो सबसे बड़ा सबूत है बीजेपी की घटिया राजनीति का… इसका कुछ जवाब देंगे बीजेपी के नेता .. pic.twitter.com/8HvHC8epwn
— Manish Sisodia (@msisodia) December 15, 2019
“আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। বাসের বাইরে আগুন লেগেছে … পুলিশ ওই পাত্রে জল নিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেছে”৷

—————-
দিল্লি পুলিশের পিআরও এমএস রান্ধওয়া সংবাদমাধ্যমে জানান, “যখন পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করছিলো, তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পাথর ছোঁড়া হয়৷ তখন পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানে-গ্যাস ব্যবহার করতেবাধ্য হয়৷ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকেও পাথর ছোঁড়া হচ্ছিল৷ দক্ষিণ-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার চিন্ময় বিসওয়াল জানিয়েছেন, “আমরা নিশ্চিত ভাবে বলতে পারছি না যে শিক্ষার্থী নাকি স্থানীয়রা, কারা এই বিক্ষোভ মিছিল করেছিলো৷ মিছিলে হাজার দুয়েক মানুষ ছিল। তাঁরা যখন এগোতে থাকে তখন ট্র্যাফিক জ্যাম হয়ে যায়৷ ফলে ব্যারিকেড দিয়ে থামাতে হয় তাঁদের। তারপরেই বিক্ষোভকারীরা রিং রোডের দিকে গিয়ে DTC-র বাস পুড়িয়ে দেয়”,

দেখুন সেই ভাইরাল ভিডিও…

spot_img

Related articles

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...

পদ্ধতির ভুল তুলে ধরে অব্যহতি চেয়েছিলেন AERO, উল্টে শাস্তি দেওয়ার হুমকি কমিশনের!

গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় প্রতিদিন মৃত্যু হচ্ছে বিএলওদের। অথবা অসুস্থ হয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁদের...

‘হামলার’ প্রতিবাদে পথে শুভেন্দু: ‘জয় বাংলা’ স্লোগানে চিত্ত চাঞ্চল্য, কটাক্ষ তৃণমূলের

চন্দ্রকোনায় শনিবার রাতে এক নাটকীয় চিত্রনাট্য রচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুকে হাতিয়ার করে কলকাতা শহরে...