দুপুর থেকে অচল হবে মধ্য কলকাতা

 

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল। ময়দানে রেড রোড থেকে জোড়াসাঁকো। বি আর আম্বেদকর, মহাত্মা গান্ধীর মূর্তি ছুঁয়ে বিশ্বকবির বাড়ি পর্যন্ত। ইস্যু এন আর সি এবং সি এ এর বিরোধিতা। সেই সঙ্গে শান্তি রক্ষার চেষ্টা। সম্প্রীতি রক্ষার আহ্বান।

এদিকে বামেরাও একই ইস্যুতে জমায়েত করছে। মিছিল হবে। দুটোর সময় রাজাবাজার থেকে মল্লিকবাজার মিছিল।

এদিকে কলেজ স্ট্রিটে ছাত্রদের জমায়েত। তাঁরা জামিয়া মিলিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ে পুলিশি আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ করবেন।

ফলে সব মিলিয়ে ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, কলেজ স্ট্রিট, শিয়ালদা, এপিসি রোডসহ সংলগ্ন এলাকায় যানচলাচল বিঘ্নিত হবেই।

Previous article“পুলিশই আগুন লাগিয়েছে”, দিল্লি- সংঘর্ষের ঘটনায় ভাইরাল হল ভিডিও
Next articleপাকিস্তানে হিন্দু, খ্রিস্টানদের অবস্থা খুবই সঙ্কটজনক, রিপোর্ট দিল রাষ্ট্রসংঘ