NRC-CAA বিরোধী বিক্ষোভ হাওড়ায়, জখম পুলিশ কমিশনার

 

NRC ও CAA বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তুমুল গোলমাল হাওড়ায়। বোমার আঘাতে গুরুতর জখম হলেন ডেপুটি পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) অজিত সিং যাদব। তাঁকে পুলিশকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবারের পর মঙ্গলবারও সকাল থেকেই NRC ও CAA বিরোধী আন্দোলনে চলছিল হাওড়ার বিভিন্ন এলাকায়। সন্ধের দিকে হাওড়ার মানিকপুর এলাকায় জমায়েত করে বিক্ষোভকারীরা। শুরুতেই বিক্ষোভকারীদের সরে যেতে বলে পুলিশ আধিকারিকরা। তাঁদের কথায় কর্ণপাত না করায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এরপরই পালটা ইটবৃষ্ট শুরু করে আন্দোলনকারীরা। পরিস্থিতি আয়ত্তে আনতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সেই সময় আচমকা চাঁপাতলার দিক থেকে একদল এসে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন অজিত সিং-সহ তিন পুলিশ কর্মী। বোমাবাজির জেরে আহত হন আরও কয়েকজন।

Previous articleকাতার বিশ্বকাপ দেখা হল না ১০ বিশ্বকাপের সাক্ষী পান্নালালের
Next articleব্রেকফাস্ট নিউজ