Friday, August 22, 2025

বিজেপি সরকারকে মসনদ থেকে ছুঁড়ে ফেলার ডাক অভিষেকের

Date:

Share post:

মেটিয়াবুরুজ বটতলা লাইব্রেরি সংলগ্ন মাঠে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ সভায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সভায় কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাত করার ডাক দিলেন তিনি। বললেন, আমরা সিএএ এবং এনআরসির সর্বসম্মতভাবে বিরোধিতা করেছি। যে বিল সংবিধান বিরোধী, তার বিরুদ্ধে রাস্তায় নামতে আমাদের কোনও বাধা নেই। কারণ হিসেবে তার যুক্তি, ভারতীয় সংবিধান কখনওই জাতি, ধর্ম-এর বিরোধিতা করে না। বিজেপির প্রতি তার হুঁশিয়ারি, আপনারা একটি কমিউনিটির জন্য করবেন অথচ আরেকটি কমিউনিটিকে বঞ্চিত করবেন, তা কখনওই হতে পারে না। এটা অনৈতিক, ভারতীয় সংবিধান বিরোধী। এমনকি তাঁর কটাক্ষ, বিজেপি ভারতের সংবিধান কে লংঘন করেছে। তাঁর সাফ কথা, যে রাজনৈতিক দল ভারতীয় সংবিধান না মেনে গায়ের জোরে দিল্লির মসনদে বসে থাকতে চায়, আমাদের দায়িত্ব তাদের সেই মসনদ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া।


তিনি বলেন, এ লড়াই দেশের লড়াই, কোন ধর্মের লড়াই নয়। তিনি স্মরণ করিয়ে দেন, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই পশ্চিমবঙ্গের মাটিই পথ দেখিয়েছিল। এ প্রসঙ্গে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম উল্লেখ করেন। এমনকি 34 বছরের বাম শাসনকে নির্মূল করে এই বাংলাকে নতুন পথ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে তিনি উল্লেখ করেন। বিজেপির প্রতি তাঁর কটাক্ষ, ভারতবর্ষের মানুষ যখন ভোট দিয়ে নির্বাচিত করল তোমাদের তখন মনে পড়েনি। অথচ এখন তাদের প্রমাণ করতে হবে তারা ভারতবাসী। এত সহজে এ রাজ্যের মানুষ তা মেনে নেবে না।

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...