সিএএ ও এনআরসি নিয়ে ট্রেনে ভাঙচুর, আগুন ও স্টেশন তছনছ করার অভিযোগে এবার রাজ্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছে রেল। রেলের অভিযোগ, বিক্ষোভে জেরে রেলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। এ নিয়েই রাজ্যের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করতে চলেছে রেল।
রেল সূত্রে খবর, বিক্ষোভের জেরে রাজ্য জুড়ে রেলের যে সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য রাজ্য প্রশাসনই দায়ী বলে মত রেলে আধিকারিকদের। কারণ, বিক্ষোভেরীদের রাস্তাতেই আটকে দিলে, তাঁরা ট্রেন বা স্টেশনে হামলা চালাতে পারতেন না। পাশাপাশি, যে জায়গার উপর দিয়ে লাইন গিয়েছে বা স্টেশন রয়েছে, সেটা রাজ্যেরই জমি। সেই কারণে, রেলের বিপুল ক্ষতি দায় তারা এড়াতে পারে না বলে মত রেলের। তবে কোন আদালতে এই মামলা দায়ের হবে তা এখনও জানা যায়নি।
