Wednesday, August 27, 2025

চিড়িয়াখানায় উদ্বোধন হওয়া ফলকের ভাষা কোন অফিসারের, তদন্ত হোক

Date:

Share post:

“মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা”-কে এবার একেবারে সিংহের সঙ্গম-স্তরে নিয়ে গেলেন আলিপুর চিড়িয়াখানা এবং-অথবা বন দফতরের পদস্থ অফিসাররা৷

রবিবার আলিপুর চিড়িয়াখানায় ‘বড়দিনে কলকাতার নতুন আকর্ষণ’ হিসাবে নিশাচর প্রাণী এবং বন্য কুকুরদের নতুন ঘেরাটোপের উদ্বোধন করা হয়৷ একইসঙ্গে উদ্বোধন হয় চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের জন্যও আর একটি ঘেরাটোপের৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং বন দফতরের রাষ্ট্রমন্ত্রী সুজিত বসু৷
আর এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে দুই মন্ত্রী দু’টি ফলকের উদ্বোধন করেন৷ বিতর্ক দেখা দিয়েছে এই দুই ফলকের ভাষা নিয়ে৷ এ ধরনের ফলকের ভাষা দেখা মুখ্যমন্ত্রীর কাজ নয়৷ সংশ্লিষ্ট বিভাগীয় মন্ত্রীরাও এ সব দেখেন না৷ গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করেন বিভাগীয় অফিসাররা৷ এক্ষেত্রে যেমন ফলকের ভাষা দেখার কাজ দেখেছেন আলিপুর চিড়িয়াখানা আর বন দফতরের পদস্থ অফিসাররা৷ আর এই অপরিনত মেধার অফিসাররাই সমালোচনাযোগ্য এই বে-নজির কাণ্ডটি ঘটিয়ে দিয়েছেন৷
এদিন উদ্বোধন হওয়া দু’টি ফলকের একটিতে লেখা, “পশ্চিমবঙ্গের মাননীযয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুর চিড়িয়াখানাতেই জন্ম নেওয়া সিংহ শাবকদের…..”৷ এই ভাষা রাজ্যের কোন আধিকারিক বা আধিকারিকরা অনুমোদন করলেন? বাংলাভাষা সম্পর্কে তাঁর বা তাঁদের ন্যূনতম ধারনা আছে?

“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়” কথাটিকে এনারা কোন আক্কেলে সিংহের সঙ্গম-স্তরের পর্যায়ে নামিয়ে দিলেন, তার কৈফিয়ত তো ওই বোদ্ধাদেরই দিতে হবে৷ এর তদন্ত হওয়াও প্রয়োজন৷ কোন শব্দ কোথায় ব্যবহৃত হয়, সে সম্পর্কে এখনই তাঁদের প্রয়োজনীয় পড়াশুনো দরকার৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা মাননীয় দুই মন্ত্রীর কাছে অনুরোধ, দৃষ্টি এবং শ্রুতিকটু ওই লাইনটি অনুগ্রহ করে
এখনই বদল করে শোভন-ভাষায় নতুন ফলক স্থাপনের উদ্যোগ নিন৷

spot_img

Related articles

গুরুবারে TMCP-র প্রতিষ্ঠাদিবসে মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন মমতা, বলবেন অভিষেকও

গুরুবারে তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবস। মেগা ছাত্র সমাবেশ মেয়ো রোডে। ২৮ অগাস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে...

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...