ঝাড়খণ্ডও কি বিজেপি-র হাতছাড়া হবে? উত্তর মিলবে আজ

এক্সিট পোলের হিসেব বলছে এবার ঝাড়খণ্ডের রং কিছুতেই গেরুয়া হচ্ছে না৷

এমনই হবে, না’কি বুথফেরত সমীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে ঝাড়খণ্ডে পদ্ম-ই ফুটবে?

উত্তর জানা যাবে আজ, সোমবার 23 ডিসেম্বর৷
ঝাড়খণ্ড বিধানসভার 81 আসনের জন্য 5 দফায় ভোটগ্রহণ হয়েছে৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, ঝাড়খণ্ডে এবার মোট 5 দফায় সব মিলিয়ে ভোট পড়েছে 65.17 শতাংশ৷ ভোটপর্ব শেষ, এবার সেই মাহেন্দ্রক্ষণ ! জানা যাবে এখনও জনমানসে নরেন্দ্র মোদি আর অমিত শাহের ভাবমূর্তি অটুট আছে? না’কি কংগ্রেস- JMM জোট খালি হাতে ফিরিয়ে দেবে ‘ভক্ত’-দের !

সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্র ও হরিয়ানায় মোদির নেতৃত্বাধীন NDA জোট জোর ধাক্কা খেয়েছে৷ ঝাড়খণ্ডে তাই ক্ষমতায় ফেরাটা বিজেপির কাছে ইজ্জতের বিষয়৷ শুধুই ইজ্জত নয়, অস্তিত্বের বিষয়ও বটে৷ কিন্তু বিভিন্ন বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে বিজেপির৷ ওই রাজ্যে জিতছে JMM- কংগ্রেস জোট৷ NDA-তে থাকা
বেশ কয়েকটি দল ঝাড়খণ্ডে এবার এককভাবে লড়েছে৷ এই দলগুলি হলো, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড৷ উল্টোদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JMM-এর হেমন্ত সোরেনের নেতৃত্বে JMM-কংগ্রেস-RJD জোট লড়েছে৷

মোট 3টি এক্সিট পোলের মধ্যে 2টির ইঙ্গিত, বিরোধী জোটই এ বার ঝাড়খণ্ডে
ক্ষমতায় আসছে ৷ আর একটি বুথফেরত সমীক্ষা বলেছে, ত্রিশঙ্কু হতে পারে ফল৷ কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না৷ 2014 সালে ঝাড়খণ্ডে বিজেপি জিতেছিল 37 আসন৷ তাদের জোটসঙ্গী AJSU জিতেছিল 5 আসনে৷

🔶 ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা বলছে, 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় 38 – 50 আসন যেতে পারে JMM-কংগ্রেস-RJD জোটের হাতে৷ আর বিজেপির জুটতে পারে 22 – 32 আসন। এর অর্থ, গেরুয়া শিবিরের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

🔶 ‘টাইমস নাও’-এর এক্সিট পোল JMM-কংগ্রেস-RJD জোটকে দিয়েছে 44 আসন, আর বিজেপির ভাগ্যে 28টি আসন। এই সমীক্ষাতেও হারছে গেরুয়া শিবির৷

🔶 আইএএনএস – সি ভোটার – এবিপি সমীক্ষায় দেখা যাচ্ছে JMM- কংগ্রেস-RJD জোট পাচ্ছে 35 আসন, আর বিজেপি 32 আসন। অর্থাৎ, কোনও পক্ষই ম্যাজিক ফিগার 41-এর গেড়ো টপকাতে পারছে না।

Previous articleচিড়িয়াখানায় উদ্বোধন হওয়া ফলকের ভাষা কোন অফিসারের, তদন্ত হোক
Next articleব্রেকফাস্ট নিউজ