Friday, August 22, 2025

ঝাড়খণ্ডও কি বিজেপি-র হাতছাড়া হবে? উত্তর মিলবে আজ

Date:

Share post:

এক্সিট পোলের হিসেব বলছে এবার ঝাড়খণ্ডের রং কিছুতেই গেরুয়া হচ্ছে না৷

এমনই হবে, না’কি বুথফেরত সমীক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে ঝাড়খণ্ডে পদ্ম-ই ফুটবে?

উত্তর জানা যাবে আজ, সোমবার 23 ডিসেম্বর৷
ঝাড়খণ্ড বিধানসভার 81 আসনের জন্য 5 দফায় ভোটগ্রহণ হয়েছে৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, ঝাড়খণ্ডে এবার মোট 5 দফায় সব মিলিয়ে ভোট পড়েছে 65.17 শতাংশ৷ ভোটপর্ব শেষ, এবার সেই মাহেন্দ্রক্ষণ ! জানা যাবে এখনও জনমানসে নরেন্দ্র মোদি আর অমিত শাহের ভাবমূর্তি অটুট আছে? না’কি কংগ্রেস- JMM জোট খালি হাতে ফিরিয়ে দেবে ‘ভক্ত’-দের !

সাম্প্রতিক অতীতে মহারাষ্ট্র ও হরিয়ানায় মোদির নেতৃত্বাধীন NDA জোট জোর ধাক্কা খেয়েছে৷ ঝাড়খণ্ডে তাই ক্ষমতায় ফেরাটা বিজেপির কাছে ইজ্জতের বিষয়৷ শুধুই ইজ্জত নয়, অস্তিত্বের বিষয়ও বটে৷ কিন্তু বিভিন্ন বুথফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছে ঝাড়খণ্ড হাতছাড়া হচ্ছে বিজেপির৷ ওই রাজ্যে জিতছে JMM- কংগ্রেস জোট৷ NDA-তে থাকা
বেশ কয়েকটি দল ঝাড়খণ্ডে এবার এককভাবে লড়েছে৷ এই দলগুলি হলো, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, রামবিলাস পাসোয়ানের লোকজনশক্তি পার্টি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড৷ উল্টোদিকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা JMM-এর হেমন্ত সোরেনের নেতৃত্বে JMM-কংগ্রেস-RJD জোট লড়েছে৷

মোট 3টি এক্সিট পোলের মধ্যে 2টির ইঙ্গিত, বিরোধী জোটই এ বার ঝাড়খণ্ডে
ক্ষমতায় আসছে ৷ আর একটি বুথফেরত সমীক্ষা বলেছে, ত্রিশঙ্কু হতে পারে ফল৷ কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাবে না৷ 2014 সালে ঝাড়খণ্ডে বিজেপি জিতেছিল 37 আসন৷ তাদের জোটসঙ্গী AJSU জিতেছিল 5 আসনে৷

🔶 ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র সমীক্ষা বলছে, 81 আসনের ঝাড়খণ্ড বিধানসভায় 38 – 50 আসন যেতে পারে JMM-কংগ্রেস-RJD জোটের হাতে৷ আর বিজেপির জুটতে পারে 22 – 32 আসন। এর অর্থ, গেরুয়া শিবিরের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনও সম্ভাবনাই নেই।

🔶 ‘টাইমস নাও’-এর এক্সিট পোল JMM-কংগ্রেস-RJD জোটকে দিয়েছে 44 আসন, আর বিজেপির ভাগ্যে 28টি আসন। এই সমীক্ষাতেও হারছে গেরুয়া শিবির৷

🔶 আইএএনএস – সি ভোটার – এবিপি সমীক্ষায় দেখা যাচ্ছে JMM- কংগ্রেস-RJD জোট পাচ্ছে 35 আসন, আর বিজেপি 32 আসন। অর্থাৎ, কোনও পক্ষই ম্যাজিক ফিগার 41-এর গেড়ো টপকাতে পারছে না।

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...