” লোকসভায় বাংলা থেকে বিজেপির ১৮ আসন ছিল ট্রেলার। পুরো সিনেমা দেখাটা বাকি আছে। ওটা পরে আসছে।” সোমবার সিএএ নিয়ে ” অভিনন্দন যাত্রা” মিছিলের পর শ্যামবাজারে জনসভায় একথা বলেন দলের কার্যকরী সভাপতি জে পি নাড্ডা।

নাড্ডা কংগ্রেস, সিপিএমের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ব্যাপক সমালোচনা করেন।

সিএএ প্রসঙ্গে তিনি বলেন,” এদেশের কারুর কোনো সমস্যা হবে না। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুদের আশ্রয় দেওয়া হবে। এটা গান্ধীজী, নেহরু থেকে শুরু করে প্রকাশ কারাত, মমতাদিদিও বলেছিলেন। এখন ভোটব্যাঙ্ক রাজনীতি করতে তাঁরা বিরোধিতা করছেন।”

বিভিন্ন আইন ও কেন্দ্রীয় উন্নয়নের স্কিম তুলে নাড্ডা বলেন, “মমতাদি রাজনীতি করতে গিয়ে শুধু নেতিবাচক কাজ করেন। মানুষের ভালো ভাবেন না। মানুষকে বঞ্চিত করেন।”

নাড্ডার দীর্ঘ ভাষণে বিভিন্ন তথ্যপরিসংখ্যান দিয়ে তৃণমূলের প্রতি আক্রমণ ছিল। তিনি বলেন,” বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যেই তৃণমূলকে হারিয়ে বিজেপিকে সরকারে আনা দরকার।”
আরও পড়ুন-CAA বিরুদ্ধে প্রতিবাদ, রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিতে অস্বীকার করলেন কৃতী

