একদিকে ট্রেনের ভাড়া বৃদ্ধির চোখ রাঙানি, আরেক দিকে বড়দিনে অতিরিক্ত ট্রেন উপহার মেট্রো রেলের। ২৫ ডিসেম্বর থেকেই বাড়ল শেষ মেট্রোর সময়সীমা। মেট্রো সূত্রে খবর, কবি সুভাষ এবং দমদম থেকে রাতের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা১০ মিনিটে। যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই বড়দিনের এই বড় উপহার মেট্রো কর্তৃপক্ষের। এছাড়াও বড়দিন উপলক্ষ্যে বুধবার, বাড়তি ১২টি ট্রেন চালানো হবে বলে মেট্রো সূত্রে খবর। এর আগে সিদ্ধান্ত হয়, রাত ১১টায় শেষ মেট্রো ছাড়বে। সেই সিদ্ধান্ত বদলে আরও দশ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
