CAA বিরোধী বিক্ষোভের জেরে অসম সফর বাতিল প্রধানমন্ত্রী মোদির

CAA- এর প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভের জেরে অসম সফর বাতিল করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী শুক্রবার গুয়াহাটিতে ‘খেল ইন্ডিয়া’র উদ্বোধন করার কথা ছিলো প্রধানমন্ত্রীর৷
CAA বিরোধী আন্দোলনকে এতদিন সেভাবে ‘পাত্তা’ না দিলেও এবার প্রধানমন্ত্রী নিজেই সেই আন্দোলনের ‘শিকার’ হলেন৷
জানা গিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি প্রধানমন্ত্রীর দফতরে একাধিক রিপোর্টে জানায়, এই মুহূর্তে অসমের পরিস্থিতি ঠিক নয় । এই রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তার কারণে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে৷ CAA-বিরোধী আন্দোলনরত অসমের একাধিক সংগঠন হুমকি দিয়েছিলো, মোদি অসমে পা রাখলে বিক্ষোভের মুখে পড়তে হবে৷ কোনও অবস্থাতেই প্রধানমন্ত্রী র অসম-সফর মানা হবেনা৷

লোকসভায় এবং রাজ্যসভায় CAA পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভের আগুন জ্বলে অসম-সহ উত্তর-পূর্ব ভারতে৷ রাস্তায় নামেন সাধারণ মানুষ। অসমে প্রায় ছ’জনের মৃত্যু হয় হিংসায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় দশম শ্রেণির এক ছাত্রের। বিষয়টি আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করে। ফ্রান্স, ব্রিটেন, আমেরিকা-সহ একাধিক দেশ পর্যটকদের অসম ও উত্তর-পূর্ব ভারতে যাওয়ার ক্ষেত্রে অ্যাডভাইজরি জারি করে। তাতে ব্যাপক ক্ষতি হয়েছে পর্যটন শিল্পে।

আরও পড়ুন-ধর্মঘট থেকে মুখ ফেরালেন সরকারি কর্মীরা, দফতরগুলিতে উপস্থিতির হার ৯৫ শতাংশ