Saturday, August 23, 2025

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আবারও নক্ষত্রসমাবেশ ২২শে

Date:

Share post:

অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২২ জানুয়ারি, ২০২০।ওইদিন দুপুর দুটো থেকে অনুষ্ঠান শুরু হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কনভোকেশন হলে।মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারার ইভোলকো ইনকর্পোরেশন সংস্থার চেয়ারম্যান অর্জুণ মালহোত্রা।তিনি অনুষ্ঠানে দীক্ষান্ত ভাষণ্ দেবেন।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)-র মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ার প্রফেসর ললিত আনন্দ অংশ নেবেন এই সমাবর্তনে।উপস্থিত থাকছেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর সমিত রায়, উপাচার্য মধুসূদন চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট।বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে ডক্টর অফ সায়েন্স তথা ডিএসসি দেওয়া হচ্ছে হিউস্টনের টেগোর সোসাইটির অধিকর্তা রুমা আচার্যকে।

অনুষ্ঠানে মেধার কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ অর্থনীতি, বাণিজ্য, কম্পিউটার আপ্লিকেশনস, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, গণজ্ঞাপন ও সাংবাদিকতা, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল, ইংরেজি ভাষা ও সাহিত্য, সমাজবিদ্যা, ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ও প্রশাসন বিষয়ে স্নাতকস্তরে ২৪৪জন এবং স্নাতকোত্তরের ৬৩জন ছাত্র-ছাত্রী ডিগ্রি অর্জন করবেন। একইসঙ্গে স্কুল অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজির ৫০ জন ছাত্র-ছাত্রীকে ডিপ্লোমা দেওয়া হবে।কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে শংসাপত্র তুলে দেবেন বিশিষ্টরা।১১ ও ১৩ জন কৃতী পড়ুয়াকে স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত করা হবে।

২০১৯ সালের ২১ মে অনুষ্ঠিত হয়েছিল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান।মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা পদ্মবিভূষণ এন আর নারায়ণমূর্তি।সমাবর্তনের দীক্ষান্ত ভাষণ দিয়েছিলেন তিনি।সমাবর্তনে ৭৬ ও ৫১ জন ছাত্র-ছাত্রীকে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়।

আরও পড়ুন-মনের অন্দরের খোঁজ নিতে মেয়রের হাত ধরে সূচনা মন মেলার

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...