ফের পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মুণ্ডচ্ছেদ ভারতীয়র

আরও একবার নারকীয়তার ঘটনা উঠে এল পাকিস্তানি সেনার তরফ থেকে। পাকিস্তানের ব্যাট বাহিনীর হাতে মৃত্যু ভারতীয়ের। সূত্রের খবর, কাশ্মীরের পুঞ্চ এলাকায় মালবহনের কাজ করতেন ২৮ বছরের মহম্মদ আসলম। তাঁর মুণ্ডচ্ছেদ করার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। এমনকী মহম্মদের মাথার অংশ দেহের সঙ্গে মেলেনি বলে খবর। আসলমের গোটা দেহ বিকৃত করা হয়েছে বলেও জানা গিয়েছে। সেনা প্রধান নরভানের হুঙ্কার ভারতীয়ের দেহ খন্ড বিখন্ড করে হত্যার ঘটনা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দেগেছেন ভারতের সেনা প্রধান জেনারেল এমএম নরভানে। তিনি সাফ জানিয়ে দেন, ‘ এই বিষয়টির জবাব মিলিটারি ঘরানায় দেওয়া হবে।’ কাশ্মীরের কাসালিয়ান গ্রামের গুলপুরে পাকিস্তানের সীমান্ত রক্ষীবাহিনী ক্রমাগত গোলা বর্ষণ করে চলেছে। কয়েকদিন আগে এক মালবাহীর দেহ উদ্ধার ঘিরে তুমুল তোলপাড় শুরু হয়। অপর মৃত ২৩ বছরের আলতাফও খুন হয়েছেন বলে খবর।

আরও পড়ুন-সিএএ নিয়ে বক্তব্য রেখে বেলুড় মঠকে রাজনৈতিক আখড়া করতে চাইছেন প্রধানমন্ত্রী, অভিযোগ পার্থর