Thursday, November 6, 2025

ছাদ থেকে ঝাঁপের কারণ মিউজিক ভিডিও? ছাত্র মৃত্যু ঘিরে নানা প্রশ্ন

Date:

Share post:

কোচবিহারের ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের মৃত্যুতে নয়া মোড়। মিউজিক ভিডিও দেখেই ছাদ থেকে ঝাঁপ বলে অভিযোগ সহপাঠীদের। ইউটিউবের একটি বিশেষ ভিডিও অ্যালবাম ইদানীং প্রায়ই দেখতেন বিজন বণিক নামে ওই ছাত্র। সেখানে গায়ক উঁচু বাড়ির উপর থেকে ঝাঁপ দেন। সেটা দেখেই বিজন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে অভিযোগ তাঁর বন্ধুদের।
কোচবিহারের ডিএসপি (হেড কোয়াটার) সমীর পাল জানান, ওই ছাত্র আত্মহত্যাই করেছেন। সোশ্যাল মিডিয়ায় গেম ও একাধিক ভিডিও গেম-এ প্রতি আসক্ত ছিলেন বিজন। তাঁর মাদকাসক্ত ও থাকার সম্ভাবনা রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে।

রবিবারই কোচবিহার থেকে পদাতিক এক্সপ্রেস চেপে তাঁর বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু নিউ কোচবিহার স্টেশনে যাওয়ার কিছুক্ষণ আগেই হস্টেলের ছাদ থেকে পড়ে যান চতুর্থ বর্ষের ছাত্র বিজন বণিকের। তড়িঘড়ি তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মেকানিক্যাল শাখার মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ছাদ থেকে পড়ে যাওয়ার সময়ে মোবাইলে একটি মিউজিক ভিডিও দেখছিলেন বিজন। সেই মিউজিক ভিডিও-তেও এক গায়ক, গান গাইতে গাইতে চারতলার ছাদে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেন। পুলিশের অনুমান, সেটা দেখে অনুপ্রাণিত হয়েই এই কাজ করেছেন বিজন।

বিজনের সহপাঠী সুপ্রতিম বারিক, জানান, হঠাৎ ছাদ থেকে কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখেন বিজন আহত অবস্থায় পড়ে রয়েছে। সুপ্রতিমের দাবি, সেই সময় বিজেন কথা বলছিলেন ও সকলকে চিনতেও পারছিলেন। ওই পড়ুয়ার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন কলেজের অধ্যক্ষ প্রবাল দেব। তবে, প্রশ্ন উঠছে, যে তরুণ একেবারেই স্বাভাবিক ছিলেন, বাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন তিনি আচমকা আত্মহননের পথ বেছে নেবেন কেন? তদন্তে সবদিক খতিয়ে দেখেছে পুলিশ।

আরও পড়ুন-মুষল পর্ব ! কু-মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে তুলোধোনা মন্ত্রী বাবুল সুপ্রিয়’র

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...