ইয়েচুরিকে পাশে বসিয়ে বিরোধী দলের বৈঠকে রাহুল

ইয়েচুরিকে পাশে বসিয়ে দিল্লিতে বিরোধী দলের বৈঠকে হাজির রাহুল গান্ধী। বেশ কিছুদিন শুধু ট্যুইটে উপস্থিতি ছাড়া তাঁকে রাজধানীর রাজনৈতিক অলিন্দে দেখা যায়নি। এদিন দুপুর দু’টো নাগাদ শুরু হয় বৈঠক। নেতৃত্বে সোনিয়া গান্ধী। রয়েছেন ১৯টি দলের নেতৃত্ব। বৈঠকে রয়েছেন মনমোহন সিং, ডি রাজা, গুলাম নবি আজাদ, এ কে অ্যান্টনি, শরদ যাদব সহ অন্যন্য বিরোধী দলের নেতারা। উল্লেখযোগ্য উপস্থিতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। আসেননি অখিলেশ যাদব, ডিএমকের নেতৃত্ব। শিবসেনাকে আমন্ত্রণ করা হয়নি। বৈঠকে নেই তৃণমূল কংগ্রেস আপ এবং বহুজন সমাজপার্টি। সিএএ-এনআরসি-এনপিআর নিয়ে বিরোধী দলের যৌথ রণকৌশল ঠিক করতেই এই বৈঠক। বিকেল চারটে নাগাদ সাংবাদিক সম্মেলন করবেন বলে খবর।

আরও পড়ুন-ইরাকের মার্কিন সেনাঘাঁটিতে ফের হামলা

Previous articleমঞ্চ কেন? কী বলছেন এযুগের দেব, পারু, চন্দ্রমুখী
Next articleছাদ থেকে ঝাঁপের কারণ মিউজিক ভিডিও? ছাত্র মৃত্যু ঘিরে নানা প্রশ্ন