সংরক্ষণের কোপে ওয়ার্ড হারালেন বহু তৃণমূল হেভিওয়েট

এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুরসভার ভোট। তার আগে সংরক্ষণ তালিকা প্রকাশে তৈরি হল নতুন সঙ্কট। তাতে দেখা যাচ্ছে বহু তৃণমূল কংগ্রেস নেতা ওয়ার্ড হারাতে চলেছেন। তারমধ্যে রয়েছেন চারজন মেয়র পারিষদ এবং দুজন বরো চেয়ারম্যান। ৯০ নম্বর ওয়ার্ড হয়ে গিয়েছে মহিলাদের সংরক্ষিত। এই ওয়ার্ড থেকে ভোটে লড়াই করতে পারবেন না বৈশান্বর চট্টোপাধ্যায়। ৫৮ নম্বর ওয়ার্ড থেকে জিতেছিলেন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। এর আগে তিনি ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। সেটি মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তিনি ৫৮ নম্বরে আসেন। এবার ৫৮ নম্বর মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় তাঁকে ফের খুঁজতে হবে নতুন ওয়ার্ড। ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেয়র পরিষদ দেবব্রত মজুমদার হারাতে চলেছেন ওয়ার্ড। ওয়ার্ড হারাচ্ছেন ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রতন দে। তিনি মেয়র পারিষদ। ওয়ার্ড হারাচ্ছেন ৫২ নম্বরের কাউন্সিলর সন্দীপন সাহা, তিন নম্বর ওয়ার্ডের শান্তনু সেন। দুজনেই বরো চেয়ারম্যান। ১০৭ নম্বরের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সুশান্ত ঘোষ, ১৪২ নম্বরের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান ইন্দ্রজিৎ ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাসগুপ্ত ১১০নম্বর ওয়ার্ডটি হারাতে হারাচ্ছেন এসসি মহিলা সংরক্ষিত হওয়ায়। তবে বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডের কোনও বদল হয়নি। এই ওয়ার্ডটি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের। এখান থেকে প্রার্থী হতে পারেন শোভন-জায়া রত্না। ১৪৪টি ওয়ার্ডের কলকাতা পুরসভা মহিলাদের জন্য সংরক্ষিত হয়েছে ৪৫টি এবং এসসি মহিলাদের জন্য ৫টি এবং এসটি মহিলাদের ৩টি আসন সংরক্ষিত হয়েছে।

Previous articleমোহনবাগান সমর্থকরা পড়ুন, ভাবুন
Next articleএক লহমায় শৈশব থেকে বর্তমান, রইল তারকাদের কিছু না দেখা ছবি