তালকোটরায় প্রধানমন্ত্রী কেন পড়ুয়াদের সঙ্গে?

ফাইল চিত্র

পরীক্ষার মানসিক চাপ, মনোযোগ বসাতে সাত মন তেল পোড়াতে হচ্ছে। হাল ফেরাতে পথ বাতলে দেবেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয় ডিজিটাল যুগে কীভাবে তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া যায়, সে সব প্রশ্নের জবাব দেবেন প্রধানমন্ত্রী। ২০জানুয়ারি তালকোটরা স্টেডিয়ামে। থাকবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। নাম ‘পরীক্ষা পে চর্চা’। মূল লক্ষ্য, পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানো। গত বছরও একইভাবে মোদি মিলিত হয়েছিলেন পড়ুয়াদের সঙ্গে। এ বছর কী বলেন নরেন্দ্র মোদি, তারই অপেক্ষা।

আরও পড়ুন-পিছিয়ে গেল নির্ভয়াকাণ্ডের দোষীদের ফাঁসির তারিখ

Previous article“তারিখ পে তারিখ”, হতাশ নির্ভয়ার মা
Next articleভারত ৩৪০, এই নিয়ে ৬বার জাম্পার বলে আউট কোহলি