পেশাদার রাজনীতিক, কিন্তু বড়ই রসিক৷

দিল্লির বিধানসভা নির্বাচনে লড়াই মূলত AAP এবং বিজেপির মধ্যে। বহুদিন আগেই AAP মোট 70টি আসনের সব ক’টিতেই নিজেদের প্রার্থীর নাম ঘোষনা করলেও, সবে আংশিক প্রার্থী তালিকা ঘোষনা করেছে বিজেপি৷ নির্বাচনে AAP-এর মুখ কেজরিওয়ালই থাকছেন। কিন্তু এখনও পর্যন্ত সামনে আসেনি বিজেপির কোনও মুখ।

বিজেপির এই হতাশজনক অবস্থাকেই কটাক্ষ করে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, “এ যেন বর ছাড়াই বিয়ে করতে যাচ্ছে বিজেপি৷ বরযাত্রীরা যাত্রা শুরু করে দিয়েছে, কিন্তু এখনও বর-ই ঠিক হলো না৷”

বিধানসভা নির্বাচনের আগে বিজেপিকে এভাবেই একহাত নিয়েছেন সিসোদিয়া৷
প্রার্থীতালিকার একাংশ প্রকাশ করেছে বিজেপি। তবে বিজেপির তরফে কে মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করবেন, তা এখনও জানাতে পারেনি গেরুয়া শিবির৷ এবিষয়ে মন্তব্য করেই সিসোদিয়া বলেন, “বিজেপি যখন প্রার্থী তালিকা প্রকাশ করছিল, ভাবছিলাম কোনও একটা মুখ সামনে আনবে। কিন্তু কেজরিওয়ালের উল্টোদিকে কোনও মুখই খুঁজে পেল না বিজেপি। দিল্লিতে এবার ভোট কাজের ভিত্তিতে হবে। আর কোনও ইস্যুই তেমন প্রভাব ফেলবে না এই নির্বাচনে।’”
