Monday, May 12, 2025

অমিত শাহের দফতরই বলে দিল ‘টুকরে টুকরে গ্যাং’ নেই! তাহলে?

Date:

Share post:

একেই বলে ফাঁপড়ে পড়া। অমিত শাহ, নরেন্দ্র মোদির মুখ পোড়াল সরকারি দফতর। জেএনইউতে ‘টুকরে গ্যাং’ রয়েছে। আর এরাই নাকি সব অশান্তি আর মূলে। প্রকাশ্য সভায় দেশের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য রেখে আন্দোলনকে ‘অন্য মাত্রা’ দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু সে নিয়ে আরটিআই অর্থাৎ রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার নিয়ে আবেদন হয়। স্বরাষ্ট্রমন্ত্রকে করা সেই আরটিআইয়ের জবাবে কিন্তু মুখ পুড়েছে বিজেপি নেতাদের। সাকেত গোখেলের করা ওই আবেদনের উত্তর দিয়েছে অমিত শাহর দফতর। সেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, এই টুকরে গ্যাংয়ের কোনও তথ্য স্বরাষ্ট্র দফতরের কাছে নেই। অর্থাৎ এটা পরিষ্কার বিজেপি নেতারা ছাত্রদের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্যই এই ভুয়ো অভিযোগ তুলেছেন। যার অস্তিত্বের কথা স্বীকার করছে না খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর দফতর!

জেএনইউতে ছাত্র আন্দোলন হলেই বিজেপি তাকে দেশবিরোধী তকমা দেওয়ার চেষ্টা করেছে। সাম্প্রতিক ফি বৃদ্ধি আন্দোলন এবং এবিভিপির সশস্ত্র হামলার পর বলা হয়, দেশের এক নম্বর বিশ্ববিদ্যালয়ে টুকরে টুকরে গ্যাং আছে, যারা দেশকে টুকরো করার চক্রান্তে জড়িত। প্রথম এই প্রসঙ্গ তোলেন অমিত শাহ, পরে নরেন্দ্র মোদি এবং তারপর অন্য নেতারা। তার পরিপ্রেক্ষিতেই এই আরটিআই হয়। আর এই রিপোর্টেই প্রকৃত তথ্য দিতে বাধ্য হয় সরকার। যা নিয়ে সরকারি মহলে প্রবল অস্বস্তি। নিজেদের মন্তব্য কীভাবে ঢোক গিলে বিজেপি হজম করে সেটাই দেখার।

spot_img

Related articles

১৭ মে শুরু আইপিএল, ছটি ভেন্যুতে ১৭ ম্যাচ

জল্পনাটা আগে থেকেই চলছিল। সোমবার রাতেই ঘোষণা হয়ে গেল আইপিএল(IPL) শুরু হওয়ার দিন। আগামী ১৭ মে থেকে শুরু...

বাড়িতে সিসিটিভি বসাতে লাগবে সকলের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তার পক্ষে রায় সুপ্রিম কোর্টের 

যৌথভাবে বসবাসকারী বাড়িতে অন্য বাসিন্দাদের সম্মতি ছাড়া সিসিটিভি বসানো যাবে না—এই গুরুত্বপূর্ণ রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত।...

তাপপ্রবাহের পর ঝড়বৃষ্টি: ভিজল রাজ্যের একাধিক জেলা

বৃষ্টির স্বস্তি একদিকে, অন্যদিকে তাপপ্রবাহের তাণ্ডব—দুয়ের মধ্যে দোদুল্যমান রাজ্যের আবহাওয়া। আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র অনুযায়ী, সোমবার বর্ধমান হয়ে...

ট্র্যাফিক জরিমানা আদায়ে চালু হচ্ছে সংযোগ পোর্টাল

ট্র্যাফিক জরিমানা আর নগদে নয়। এবার থেকে ডিজিটালি জরিমানা করতে হবে। সেজন্য আগামী ১ জুন থেকে রাজ্যে চালু...