পাহাড় ও প্রকৃতিপ্রেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে জড়িয়ে। বিশেষত সেটা যদি দার্জিলিং হয়, তাহলে তো কথাই নেই। সোমবার দার্জিলিং যাওয়ার পথে কার্শিয়াঙে একটু থামা। নিজের হাতের মোবাইল থেকে প্রকৃতির অনন্য রূপে মোহিত মুখ্যমন্ত্রী তুললেন একের পর এক ছবি। তারপর তা পোস্ট করলেন সোশ্যাল সাইটে। লিখলেন, ‘গোধূলির রঙে রাঙা পাহাড়ের আকাশ। আজ দার্জিলিং যাবার পথে কার্শিয়াঙে, পাহাড় চূড়ায় সূর্যাস্তের শোভা ক্যামেরাবন্দী করলাম।’
