Friday, January 9, 2026

কাল পাহাড় ঐতিহাসিক মিছিলের অপেক্ষায়

Date:

Share post:

কাল, বুধবার, ২২জানুয়ারি। মুখ্যমন্ত্রীর প্রিয় পাহাড়ে সিএএ-এনআরসি-এনপিআর বিরোধিতায় ঐতিহাসিক মিছিল। পাহাড়ের বুকে এই মিছিল নিয়ে যেমন তৃণমূল প্রস্তুতি নিয়েছে কয়েকদিন ধরে, তেমনি শীতে জবুথবু পাহাড়ও মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে তৈরি। তৈরি বিনয় শিবির। পাহাড়ে জমি উদ্ধারে মুখ্যমন্ত্রীর এই মিছিল যে দলকে বাড়তি অক্সিজেন দেবে তা বলার অপেক্ষা রাখে না।

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর বারেবারে পাহাড়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তবু লোকসভা ও বিধানসভা ভোটে ক্রমশ পিছিয়ে পড়েছে দল। একমাত্র ব্যতিক্রম মিরিক পুরসভা। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী উত্তরে এসেছেন, মিছিল করেছেন। প্রশাসনিক সভা, উত্তরবঙ্গ উৎসব, প্রকল্প ঘোষণা নিয়ে বারবার আসা। এবার তাঁর প্রিয় দার্জিলিংয়ে। জান লড়িয়ে এই মিছিলকে গণজাগরণে পরিণত করতে মরিয়া বিনয় তামাংরা। মিছিল দার্জিলিং রাজভবন থেকে শুরু হয়ে যাবে মোটর স্ট্যান্ড পর্যন্ত। পাহাড়ে বিমল-গুরুংদের প্রভাব অস্বীকার করা মুশকিল। বিগত লোকসভা ভোটে তাদের প্রভাবে বিজেপি জেতে বলে অনুমান। কিন্তু অসমে এনআরসি তালিকা থেকে প্রায় এক লক্ষ গোর্খা নাগরিক বাদ পড়ার কারণে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে পাহাড়ে। আর সেটাকেই কাজে লাগাতে মরিয়া তৃণমূল ও বিনয় তামাংরা। পাহাড় এখন পোস্টারে ছেয়ে গিয়েছে সিএএ-এনআরাসি বিরোধী বক্তব্যে। মিছিলে পাহাড়ের বিশিষ্টজনেরাও থাকবেন। থাকবেন বিভিন্ন জনজাতি তাঁদের নিজস্ব পোশাকে। যুবদের মিছিলে সামিল করতে বিনয়রা পরিশ্রম করেছেন। স্কুল পড়ুয়াদের সামিল করতেও চেষ্টা চলছে। সব মিলিয়ে কালকের মিছিল ঐতিহাসিক এবং নামবে মানুষের ঢল, যা পাহাড় আগে দেখেনি।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...