নীল-সাদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় রং। সেই কারণেই হয়ত প্রকৃতিও তাঁর জন্য সেই রঙের পসরা সাজিয়ে দিয়েছে। উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে বুধবার দার্জিলিঙে কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করেন তিনি। নিজের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশানে লেখেন “আকাশের নীলে কাঞ্চনজঙ্ঘার হাসি”। উত্তরবঙ্গ সফরে গিয়ে প্রায় প্রতিদিনই ছবি তুলছেন তিনি। পোস্ট করছেন স্যোশাল মিডিয়ায়।
