বাবার জন্মস্থানে গেলেন কন্যা শেখ হাসিনা। শুক্রবার টুঙ্গিপাড়ায় গিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের পাশে বসে কোরান পড়েন তিনি।এরপর আওয়ামী লীগের সভায় যোগ দেন হাসিনা।১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে সেজে উঠেছে টুঙ্গিপাড়া।এখানকার স্কুলেই বঙ্গবন্ধু গ্যালারি নির্মিত হয়েছে। আশা করা হচ্ছে আগামী দিনে বঙ্গবন্ধুর অনুরাগীদের কাছে একটি ভরসাযোগ্য ঠিকানা হয়ে হয়ে উঠবে টুঙ্গিপাড়ার জিটি মডেল সরকারি প্রাথমিক স্কুলের বঙ্গবন্ধু গ্যালারি।
প্রসঙ্গত, চলতি বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর শতবর্ষ। সরকারি ভাবে জানানো হয়েছে সারা দেশে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের জন্য নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে জুড়ে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই গঠন করেছেন ‘মুজিববর্ষ’ উৎযাপন কমিটি। বাংলাদেশ জুড়ে মুজিববর্ষ সফল করতে আরও ৮টি উপকমিটি কাজ করছে।তবে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর জন্মস্থান হওয়ায় এই জায়গার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিন কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে।প্রধানমন্ত্রীর পাশাপাশি বঙ্গবন্ধুর স্মৃতি সৈধে ফুল নিবেদন করবেন আওয়ামী লীগের নেতৃত্বরা।
