দেখেই হিন্দু চিনতে পারেন সায়ন্তন!

নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জির সমর্থনে এবার সুর চড়িয়ে ঘোষণা বিজেপি নেতা সায়ন্তন বসুর। দুর্গাপুরের শ্যাম কলোনির এক সভা থেকে তিনি ঘোষণা করেন,
হিন্দু হলেই দেশের নাগরিকত্ব পাওয়া যাবে, কোনও কাগজও দেখাতে হবে না৷ চেহারা দেখেই নাকি তাঁরা হিন্দুদের চিনতে পারেন বলে দাবি করেন সায়ন্তন। এর আগে পোশাক দেখে মানুষ চেনার কথা বলেছিলেন তাঁরই দলের নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকী সম্প্রতি খাবার দেখে মানুষের ধর্ম বোঝা যাচ্ছে বলে জানিয়েছেন অমিত শাহ। হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার পাশাপাশি, ফের মুসলিমদের দেশ ছাড়া করার হুমকি দিয়েছেন সায়ন্তন। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বলেন, যাঁরা সিএএ, এনআরসি-র বিরোধিতা করছেন, তাঁদের চোখের সামনে হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দেওয়া হবে। যে হিন্দুরা বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্বের পাশাপাশি রোজগারের ব্যবস্থা করে দেবে বিজেপি। এরপরই তিনি বলেন, ‘হিন্দু দেখলেই চেনা যায়, আমরা ঠিক চিনে নেব।’ সায়ন্তন এই মন্তব্য ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে।

Previous articleকোনও রাজা বা রানি আসছে, ঘোষণা বোল্টের
Next articleবঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা