আজ, শুক্রবার NRC-CAA ইস্যু নিয়ে দলীয়স্তরেনবৈঠক করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে হওয়া এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতিরাও।

এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি রাজ্যের বিভিন্ন ব্লকগুলিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হবে।৬ ফেব্রুয়ারি প্রত্যেক ব্লকে মৌন মিছিল করা হবে। ৭ ফেব্রুয়ারি স্ট্রিট কর্নার মিটিং হবে ব্লকগুলিতে। এবং ৮ ফেব্রুয়ারি বুথভিত্তিক মিটিং করা হবে।
