রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নির্ভয়া ধর্ষকের প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন। এবার রাষ্ট্রপতির সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল অন্যতম সাজাপ্রাপ্ত মুকেশ সিং। এছাড়া বাকি তিন সাজাপ্রাপ্ত পবন, বিনয় ও অক্ষয় এখনও রাষ্ট্রপতির ক্ষমাপ্রার্থনার পিটিশন জমা দেয়নি। ফাঁসির দিন 1 ফেব্রুয়ারি নির্দিষ্ট হলেও তার আগে আইনের সবরকম কৌশল ব্যবহার করে সাজা পিছোতে মরিয়া নির্ভয়াকাণ্ডের চার অপরাধী।
