“দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছি বড়শিতে থুড়ি জালে”। এমনটাই হয়ত বলছেন বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়ার আশুগঞ্জের মৎস্যজীবীরা।

রুই, কাতলা, বোয়াল মাছ ধরার জন্য মেঘনা নদীতে জাল ফেলেছিলেন তাঁরা। কিন্তু জালে উঠল ৩০০ কেজি ওজনের এক বিশাল শঙ্কর মাছ। বাংলাদেশে সেটা পানপাতা মাছ বলে পরিচিত।


কাজল মিঞা ও গণি মিঞা মেঘনায় মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বিরল পানপাতা মাছ আটকায় জালে। প্রথমে জাল টেনে তোলা যাচ্ছিল না। পরে জাল নৌকার কাছে এনে দেখতে পানপাতা মাছ ধরা পড়েছে। আশুগঞ্জ বাজারে এত বড় মাছ কেনার ক্রেতা ছিল না। শেষে মাছটি কেটে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
