করোনা ভাইরাসের আতঙ্ক ছড়ালো আরও দুই দেশে। চিন ছাড়িয়ে এবার শ্রীলঙ্কা ও জার্মানিতে। শ্রীলঙ্কায় পাঁচজন আক্রান্ত হয়েছেন বলে খবর। জার্মানিতেও তাই। অন্যদিকে মুম্বইতে আতঙ্ক ছড়িয়ে ৬জন সন্দেহভাজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। অন্যদিকে চিনে এই মারণ রোগে মৃতের সংখ্যা ছাড়াল ১১০। চিন প্রশাসন আরও দুটি শহর ক্লোজ করেছেন ফলে কার্যর অলিখিত ইমার্জেন্সি চলছে দেশে।
