ব্রিটিশ অ্যাডভেঞ্চারার বিয়ার গ্রিলস তাঁর শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’। এই শোতে বেশ কিছু দিন আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিয়ার গ্রিলস কয়েকটি পর্বে দেখা গিয়েছিল। এই শো-এর পর মোদি জানিয়েছিলেন, এমন অ্যাডভেঞ্চারের সম্মুখীন তিনি কখনই হননি। তাঁর বিয়ার গ্রিলসের সঙ্গে থাকতে পেরে খুব ভালো লেগেছে।

‘ম্যান ভার্সাস ওয়াইল্ড’-এ একটি পর্বের জন্য অভিনেতা রজনীকান্তের সঙ্গে শ্যুটিংয়ের জন্য কর্ণাটকের বান্দিপুর পৌঁছেছেন বিয়ার গ্রিলস। এখন শুধুই এই পর্ব দেখার অপেক্ষা।
