Saturday, November 29, 2025

প্রেস ক্লাবে একঝাঁক সাংবাদিকের সম্বর্ধনা পেয়ে আপ্লুত দিলীপ

Date:

Share post:

সোমবার কলকাতা প্রেস ক্লাবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সম্বর্ধনা দিলেন একঝাঁক সাংবাদিক। এই সম্মান পেয়ে আপ্লুত দিলীপ ঘোষ। মূলত, দ্বিতীয়বারের জন্য রাজ্য বিজেপি সভাপতি মনোনীত হওয়ার জন্য তাঁকে সম্বর্ধনা দেওয়া হয়। সাংবাদিকদের পক্ষ থেকে দিলীপবাবুকে উত্তরীয় এবং তলোয়ার খাপে কলম দিয়ে সম্মান জানানো হয়।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, “প্রেস ক্লাবের মতো ঐতিহাসিক জায়গায় এসে খুব ভালো লাগছে। আমার কোনও রাজনৈতিক গুরু নেই। আমি মাঠে নেমে রাজনীতি শিখছি। রাজনীতিবিদরা সাধারণত সাংবাদিকদের এড়িয়ে চলে। কিন্তু মিডিয়ার লোকেরা আমার বন্ধু। তাই আমি মনে করি, যদি কিছু শিখতে হয়, তাহলে সাংবাদিকদের কাছেই শেখা উচিত। তাঁরা অনেক ঘটনার সাক্ষী। রাজনীতিকরা মুখে এক কথা বলেন, আর কাজে অন্য। আমি সাংবাদিকদের সঙ্গে সুখ-দুঃখ, হাসি-ঠাট্টা, গল্প করি। তাঁদের থেকেই শিখি।”

এরপরই প্রশ্ন-উত্তর পর্বে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “অনেকদিন পর মুখ্যমন্ত্রী ছবি আঁকার সুযোগ পেয়েছেন। আসলে মানুষ যখন হতাশ হয়, তখন গান শুনে, গিটার বাজিয়ে, ছবি এঁকে তা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেন। সেটাই করছেন মুখ্যমন্ত্রী। মানুষ পাশে নেই। তাই কিছু বুদ্ধিজীবী আর শিল্পীদের নিয়ে ঘুরছেন। আসলে উনি একজন ব্যর্থ প্রশাসক। কোনও প্রশাসনিক কাজ নেই, তাই ছবি এঁকে বেড়াচ্ছেন।”

তৃণমূলের ছাত্র-যুব সমাবেশ নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পাশে তাঁর দলের ছাত্র-যুবরাও নেই। কারণ, তারা এই আন্দোলনকে দেশবিরোধী মনে করছে। তাই নেতাজি ইন্ডোরের চার ভাগের একভাগও ভর্তি হয়নি। দলের যুব নেতাকে নিয়েও মারাত্মক মন্তব্য করেছেন। তার নাকি মাথায় সমস্যা। আসলে ওনাদের সকলেরই মাথার সমস্যা। ওই জন্যই তো যুবনেতা বক্তব্য না রেখে চলে গিয়েছে।”

পুরসভা নির্বাচনে তৃণমূল বাড়াবাড়ি করলে বিজেপিও ছেড়ে কথা বলবে না বলে হুঙ্কার দেন রাজ্য বিজেপি সভাপতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যালট তত্ত্বাকে উড়িয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, “উনি ২০১১ সালে ক্ষমতায় এসেছেন ইভিএম-এ। আসলে উনি ইভিএমে জিতলেই ব্যালট, আর ব্যালটে হারলে ইভিএম বলেন।”

মোদি-শাহের রাজ্য গুজরাতে এবিভিপি হেরেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “কলেজ বিশ্ববিদ্যালয়ে ভোটের ফল ভারতের রাজনীতিতে কোনও প্রভাব ফেলে না। এই তো JNU-তে দীর্ঘদিন ধরে বামেদের ছাত্র সংগঠন জিতে আসছে, কিন্তু দিল্লিতে ওদের কটা কাউন্সিলর? আমি তো পার্লামেন্টে গিয়ে লাল খুঁজে বেড়াই।”

শাহিনবাগের আন্দোলনকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, “শুনেছি ৫০০ টাকা রোজ দিয়ে ওখানে লোক নিয়ে আসা হচ্ছে। সব নাটক চলছে। ভারতবর্ষে ১৩৪ কোটি মানুষের মধ্যে ৩৪ লক্ষ মানুষও আন্দোলন করছে না। কিন্তু দেখানো হচ্ছে, এটা গোটা দেশের আন্দোলন।”

চিঁড়ে খাওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আমি ছোট থেকে চিঁড়ে খেয়েই মানুষ হয়েছি। এটা যার যার নিজের মন্তব্য। সবাই সকলের মতো কথা বলেন। আমিও বলি।”

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...