বাংলার ‘কন্যাশ্রী’ প্রকল্প কেন্দ্রের ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের থেকে অনেক এগিয়ে৷ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পেশ করা তথ্য এই বিষয়টিই সামনে নিয়ে এসেছে৷ বাংলার ‘কন্যাশ্রী’ প্রকল্পের অভূতপূর্ব সাফল্যের সঙ্গে পাল্লা দিতে কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের একরাশ তথ্য তুলে ধরেছেন৷ তিনি বলেছেন, মাধ্যমিকস্তরে ৯৭% ছাত্রী এখন সরাসরি শিক্ষার সঙ্গে যুক্ত৷ তুলনায় ছাত্ররা পিছিয়ে৷ ছাত্রদের ৮৭% এখন পড়াশুনো করছে৷ উচ্চমাধ্যমিকস্তরে ছাত্রীদের যোগদানের শতকরা হার ৫৯%, যেখানে ছাত্রদের শতকরা হার ৫৭% শতাংশ৷ প্রসঙ্গত, এ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পের হাত ধরে বাংলার ছাত্রীরা কয়েক বছর আগেই সীতারমনের পেশ করা এই তথ্য অতিক্রম করেছে৷

আরও পড়ুন-বাজেটে কৃষিক্ষেত্রে বাড়তি নজর, চলবে ‘কিষাণ রেল’
