বাজেট দিশাহীন, কোনও কংক্রিট আইডিয়া নেই। প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। তিনি বলেন, বাজেটে শুধু কথা আর কথা। সারবস্তু কিছু নেই। দেশের সামনে বেরোজগারি আর কর্মসংস্থানের সমস্যাই এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত সমস্যা। তা নিয়ে দিশা কোথায়? প্রায় পৌনে তিন ঘণ্টার রেকর্ড সময়ের ভাষণ দিলেন অর্থমন্ত্রী। প্রচুর কথা বলা হল, কিন্তু দেশবাসীকে সঠিক দিশা দেখাতেই ব্যর্থ সরকার।

আরও পড়ুন-নির্ভয়ার আততায়ীদের ফাঁসি স্থগিত, ক্ষোভ দেশজুড়ে

