Saturday, May 17, 2025

বাংলার রাজ্যপাল একটু বেশি বিদ্বান, বাজেট ভাষণ প্রসঙ্গে ধনকড়কে কটাক্ষ চন্দ্রিমার

Date:

Share post:

আগামীকাল, অর্থাৎ ৭ ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশনে শুরু। সেখানে রীতি মেনে ভাষণ দেন রাজ্যপাল। এটা সব রাজ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। পশ্চিমবঙ্গেও এবার তার ব্যতিক্রম হওয়ার কথা নয়। এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে ইতিবাচক কথা হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়ের। অন্তত তেমনটাই দাবি, রাজ্যপালের। একইসঙ্গে তিনি জানিয়েছে, অর্থমন্ত্রী অমিত মিত্র এবং পরিষদীয় মন্ত্রী তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রাজবনেও ইতিবাচক আলোচনা হয়েছে। মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক হয়েছে রাজ্যপালের।

রাজ্যের তরফে তাঁকে বাজেট ভাষণের একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। সেটা তিনি বিবেচনায় রেখেছেন। প্রয়োজনে সংবিধানিক প্রধান হিসেবে সেই স্ক্রিপ্ট তিনি নিজের মতো করতে পারেন বলেও জানিয়েছেন রাজ্যপাল। এবং রাজভবন সূত্রে খবর, তিনি রাজ্যের স্ক্রিপ্ট অন্ধের মতো পড়বেন না। বরং, সেখানে নিজের মতামতও তিনি যোগ করবেন।

এদিকে নবান্ন সূত্রে খবর, বাজেট ভাষণ নিয়ে রাজ্যপালের পরামর্শ মানছে না রাজ্য। রাজ্যের দেওয়ার ভাষণই চূড়ান্ত। পাল্টা রাজ্যপালের দাবি সংবিধান মেনে তিনি যা করার করবেন। সুতরাং, বাজেট ভাষণ নিয়ে ফের নতুন করে সংঘাত হতে চলেছে রাজ্য-রাজ্যপালের মধ্যে।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “দেশের কোনও রাজ্যে রাজ্যপাল বাজেটের বিষয় দেখতে চেয়েছেন আমি অন্তত কোনওদিন শুনিনি। তিনি হয়তো একটু বেশি বিদ্বান। তাই তিনি দেখতে বাজেট জানতে চাইছেন।”

পাশাপাশি তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদনের পর কোথাও কোনও জয়াগায় সেটা প্রকাশ করা যায় না। অর্থমন্ত্রী ছাড়া কেউ বাজেট অধিবেশনে প্রকাশ্যে আসেন না। সেটা কেন্দ্রীয় বাজেটের জন্যও প্রযোজ্য। এবং রাজ্যের বাজেটের ক্ষেত্রে একই নিয়মবলে দাবি করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

spot_img

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...