Wednesday, January 14, 2026

রাহুলের লাঠিপেটা-মন্তব্যের জেরে লোকসভায় কং- বিজেপি তুলকালাম

Date:

Share post:

প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম! শুক্রবার কংগ্রেস-বিজেপি সাংসদদের মধ্যে তুমুল বিতণ্ডা ও মারমুখী মেজাজ দেখে লোকসভা মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাঠিপেটা করার কথা বলে জনসভায় যে বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধী, তার নিন্দায় বিজেপি মন্ত্রী এদিন সংসদে মুখ খুলতেই শাসক-বিরোধী তুলকালাম বেধে যায়।

লোকসভার প্রশ্নোত্তর পর্বে এদিন মেডিক্যাল কলেজ সংক্রান্ত এক প্রশ্ন করেন রাহুল। এর উত্তর দিতে উঠে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন, উত্তর পরে দেব। আগে রাহুল গান্ধীর অসংবেদনশীল মন্তব্যের ধিক্কার জানাই। দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে লাঠিপেটা করার কথা কীভাবে বলতে পারেন এক সাংসদ? ওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রসঙ্গত, এক জনসভায় রাহুল বলেন, ছ’মাস বাদে দেশের যুবকরা মোদিকে ডান্ডা মেরে বুঝিয়ে দেবে কর্মসংস্থানের ব্যবস্থা না করলে কী হয়! এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছিলেন, এসব গালি শোনা তাঁর অভ্যাস হয়ে গিয়েছে। এরপর ছমাস আরও বেশিবার সূর্যনমস্কার করে নিজের পিঠকে ডান্ডাপ্রুফ করে নেবেন।

মোদি নিজে সরস কটাক্ষে রাহুলকে জবাব দিলেও তেতে ছিলেন বিজেপি সাংসদরা। আবার রাহুলকে আক্রমণ করায় উত্তেজিত হয়ে ওঠে কংগ্রেসও। তামিলনাডুর কংগ্রেস সাংসদ মানিকা টেগোর মন্ত্রী হর্ষবর্ধনের দিকে মারমুখী হয়ে ধেয়ে এলে তাঁর হাত টেনে ধরেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। শুরু হয় দুপক্ষের তুমুল গোলমাল। পরে রাহুল গান্ধী বলেন, আসল বিষয় থেকে দৃষ্টি ঘোরাতেই সভায় গন্ডগোলের পরিকল্পনা।

 

spot_img

Related articles

বাংলাদেশে নির্বাচন-গণভোট চায় না আওয়ামী লিগ! আটকানোর রূপরেখা নির্ধারণে নেতৃত্ব

২০২৪-এর আগাস্টের পর থেকে তদারকি সরকার চলছে বাংলাদেশে (Bangladesh)। সেই সরকারের প্রধান মহম্মদ ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন ৩...

অপরিকল্পিত SIR-এর কুশীলব সীমা খান্নাকে আবেদন বাংলার কন্যার! পোস্ট অরূপের

একটি ফেসবুক পোস্ট, একটি আবেদন। বাংলার বহু মানুষের মনের কথা। এসআইআর(SIR) পর্বে যে হয়রানি চলছে বাংলাজুড়ে, সে কথাই...

SIR হিয়ারিং উদ্দেশ্যপ্রণোদিত, শুনানিতে হাজির হয়ে প্রবীণদের ছাড় দেওয়ার দাবি দেবের

লজিকাল ডিস্ক্রিপেন্সির নামে এসআইআর হিয়ারিং-এ কেন ডাকা হচ্ছে, কেন হয়রান করা হচ্ছে সেটা কি কেউ বুঝতে পারছে না,...

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...