Tuesday, August 26, 2025

‘অকারণে’ পালাল বর, বিয়ে ভাঙল পাত্রপক্ষ!

Date:

Share post:

কথা পাকা হয়ে যাওয়ার পরেও বিয়ের ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। তবে, শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙার ঘটনা বিরল। অভিযোগ, কর্নাটকের হাসনানা শহরে পাত্রীর শাড়ি পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন পাত্রের মা-বাবা। বিয়ে করতে এলেনই না বর। এক বছর ধরে সম্পর্ক ছিল বিএন রঘুকুমার ও বিআর সঙ্গীতার। বাড়ির সম্মতি নিয়ে বিয়ে করবেন বলে ঠিক করেন তাঁরা। ঝামেলার সূত্রপাত বিয়ের আগের এক অনুষ্ঠানে। বিয়ের আগের দিন একটি অনুষ্ঠানে সঙ্গীতা যে শাড়ি পরেছিলেন, তা পছন্দ হয়নি রঘুকুমারের মা-বাবার। তাই নিয়ে পাত্রীপক্ষের সঙ্গে তাঁদের কথা কাটাকাটি হয়। সঙ্গীতাকে শাড়ি বদলানোর কথা বলেন রঘুকুমারের মা। কিন্তু সঙ্গীতা রাজি হননি। এরপরই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন রঘুকুমারের মা-বাবা। পালিয়ে যেতে বলেন রঘুকুমারকে। বাবা-মায়ের কথা শুনে বিয়ের দিন সকালেই পালিয়ে যান তিনি। এদিকে বিয়ের লগ্ন পেরিয়ে গেলেও পাত্র না আসায় চিন্তিত হয়ে পড়েন সঙ্গীতার পরিবার।

সঙ্গীতার পরিবারের তরফে থানায় গিয়ে রঘুকুমার ও তাঁর পরিবারের বিরুদ্ধে সম্মানহানি, পণ চেয়ে চাপ, বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ দায়ের করেন। হাসসানের পুলিশ সুপার শ্রীনিবাস গৌড়া জানান, ঘটনার পর থেকেই রঘুকুমার পলাতক। তাঁর খোঁজ চলছে। পাত্রের মা-বাবার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে পাত্রীর পরিবার। সঙ্গীতার পরিবারের মতে, এই বিষেয় ভেঙে শাপে বর হয়েছে। শুধুমাত্র একটা শাড়ি পছন্দ হয়নি বলে, যারা বিয়ে ভেঙে দিতে পারে, তাঁরা ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারত।

আরও পড়ুন-ডেঙ্গু সচেতনতা বাড়াতে এবার পথে নামলেন খোদ মেয়র-ডেপুটি মেয়র

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...