কৌটো বোমা ফেটে জখম ৩ ছাত্র। মঙ্গলবার, দুপুরে এই ঘটনাটি ঘটেছে জগদ্দলের হাসিয়া অবৈতনিক প্রাইমারি স্কুলে। দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। আহত চতুর্থ শ্রেণীর ছাত্র বি এন বোস হাসপাতালে ভর্তি।
স্কুলের পাশেই নিকাশি নালা তৈরির কাজ চলছিল। কাজ করতে গিয়ে শ্রমিকরা একটি কৌটো পান। সেটি পাশের আবর্জনার স্তুপে ফেলে দেন তাঁরা। টিফিনের সময় ছাত্ররা স্কুল থেকে বেরিয়ে কৌটোটিকে বল ভেবে কুড়তে যায়। তখনই তা ফেটে যায়। আহত হয় ৩ পড়ুয়া। ঘটনার তদন্তে নেমেছে জগদ্দল থানার পুলিশ।
