এবার থেকে স্নাতক কর্মীদের নূন্যতম বেতন হতে হবে ১৯,৫৭২ টাকা সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোনও সংস্থার কর্মীর শিক্ষাগত যোগ্যতা নূন্যতম স্নাতক হলে সে কমপক্ষে ১৯, ৫৭২ টাকা মাসিক বেতনের দাবিদার৷ শুধু তাই নয়, শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, প্রশিক্ষণহীন কর্মীদের জন্য এই বেতনক্রম হতে হবে প্রায় ১৫ হাজার টাকা৷ অল্প প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৬,৩৪১ টাকা ও প্রশিক্ষিত শ্রমিকদের জন্য ১৭,৯৯১ টাকা মাসিক বেতন দিতে বাধ্য নিয়োগকারী সংস্থা৷

এই বেতন শুধুমাত্র কারিগরি কর্মীদের জন্য নয়, এর তালিকায় রয়েছে বিভিন্ন অফিসে খাতায়-কলমে কাজ করা কর্মচারীদের নামও৷ তার মধ্যে দশম শ্রেণি উত্তীর্ণ নয় এমন কর্মচারীদের মাসিক বেতন সাড়ে ১৬ হাজার টাকা, দশম মানত্তীর্ণ কিন্তু স্নাতক নয় এমন কর্মীদের জন্য মাসিক নূন্যতম বেতন ১৮ হাজার টাকা বেতন ধার্য করার জন্য সমস্ত বেসরকারি সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷
এই নির্দেশনামা দিল্লি সরকারের প্রশাসনিক অঞ্চলস্থিত সমস্ত অফিস ও নিয়োগকারী সংস্থা, সকলের জন্যই এই নির্দেশ কার্যকর বলে জানানো হয়েছে৷

আরও পড়ুন-একজনের একটাই বাড়ি, এ কী প্রস্তাব দিল হাইকোর্ট!
