Monday, November 10, 2025

সঙ্কটমুক্ত নয় পোলবা কাণ্ডে আহত দুই খুদে পড়ুয়া, ট্র্যাকিওস্টমির সিদ্ধান্ত চিকিৎসকদের

Date:

Share post:

আগের থেকে অবস্থা এখন কিছুটা হলেও ভাল। কিন্তু পোলবায় পুলকার দুর্ঘটনায় আহতরা এখনও সঙ্কটমুক্ত নয়। চিকিৎসকেরা জানিয়েছেন দুইজনেই এখন স্টেজ ওয়ান কোমায়। দুজনের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড অবশ্য জানিয়েছে, রবিবার থেকে চিকিৎসায় কিছুটা হলেও সাড়া দিচ্ছে হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত দুই খুদে পড়ুয়া।ঋষভের তুলনায় কিছুটা হলেও ভালো রয়েছে দিব্যাংশু।

পুলকার দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত ঋষভের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তার ফুসফুস এখনও কাজ করছে না। পাঁজরের ৪টি হাড় ভেঙে গিয়ে চাপ দিয়ে রেখেছে ফুসফুসকে। এই অবস্থায় শনিবার থেকেই তার মস্তিষ্কে তাজা অক্সিজেন পাঠাতে একমো যন্ত্র বসানো হয়েছে। কিন্তু ফুসফুস কাজ না করায় তাকে নিয়ে চিন্তা বেড়েছে চিকিৎসকদের। এসএসকেএম হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, ঋষভের ফুসফুসের ওপর ভরসা না রেখে চিকিৎসকেরা রবিবার ট্র্যাকিওস্টমি পদ্ধতি অবলম্বন করছেন। এই পদ্ধতিতে কৃত্রিম ভাবে অক্সিজেন পাঠানো হয় রক্তে। তার জন্য ঋষভের গলার কাছে এদিনই একটি অস্ত্রপচারের সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা এটাও জানিয়েছেন এই অস্ত্রপচারের পর পরবর্তী ৩টি দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি এরপরেও ঋষভের ফুসফুস কাজ করা শুরু না করে তাহলে ফুসফুস প্রতিস্থাপন করা ছাড়া দ্বিতীয় আর কোনও রাস্তা খোলা থাকবে না। এমনকি, ফুসফুস প্রতিস্থাপনের ধকল সে সইতে পারবে কিনা সেটাই প্রশ্ন।

অন্যদিকে দিব্যাংশু কিছুটা হলেও ভালো আছে আগের তুলনায়। কারণ তার ফুসফুস কাজ করতে শুরু করেছে। তাই তার দেহে এখন দূষিত কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা ক্রমশ কমতে শুরু করেছে। আশা করা যাচ্ছে আগামী দুই এক দিনের মধ্যেই সে স্টেজ ওয়ান কোমা থেকে বেড়িয়ে আসতে পারবে। তবে এখনও দিব্যাংশুকে ভেনটিলেশনেই রাখা হয়েছে।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...