সোম থেকে তিনদিন বৃষ্টির সম্ভাবনা

শীতের মধ্যে দফায় দফায় বৃষ্টি হয়েছে। বসন্তেও এবার বৃষ্টির সম্ভাবনা। অন্তত আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই। আগামী সোম, মঙ্গল, বুধ তিনদিন কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

বসন্তের শুরুতেই ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। দিনের বেলায় হালকা গরমের অনুভূতি। শুক্রবার কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে 18.8 ও 31 ডিগ্রি সেলসিয়াস। সোম থেকে তিনদিন বৃষ্টি হলে তাপমাত্রা খানিকটা কমবে। আবহাওয়া অফিস জানিয়েছে, বিহার ও ঝাড়খণ্ড অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা।