Monday, August 25, 2025

তৃণমূলের পথ ধরে এবার প্রতিটি পুরসভার জন্য আলাদা ইস্তেহার করছে বিজেপি

Date:

Share post:

ভোট-কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শে কিছুদিন আগে হয়ে যাওয়া ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কেন্দ্র-ভিত্তিক আলাদা আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিলো৷ তার সুফলও পায় ঘাসফুল শিবির৷ তিন আসনই দখলে আনে তৃণমূল৷

অনেকটা সেই পথে হেঁটেই আসন্ন পুরভোটে প্রতিটি পুরসভার জন্য আলাদা আলাদা ইস্তেহার প্রকাশ করবে বিজেপি। এ রাজ্যে বিজেপি এর আগে কখনও এমন করেনি৷ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, ‘‘প্রতিটি পুর-এলাকায় বসবাসকারী নাগরিকদের সমস্যা ও চাহিদা আলাদা। তৃণমূল নেতা তথা পুর-পদাধিকারীদের দুর্নীতি ও কেলেঙ্কারিও আলাদা। তাই পুরভোটে প্রতিটি পুরসভার জন্য এবার বিজেপি আলাদা ইস্তেহার করবে”৷ এই নেতার কথায়, “আলাদা ইস্তেহারে সংশ্লিষ্ট পুর এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধেও চার্জশিট থাকবে।’’

প্রসঙ্গত, এর আগেই বিজেপি জানিয়েছে, পুরভোটকে সামনে রেখে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে একটি হোয়াটসঅ্যাপ নম্বর এবং একটি ই-মেল আইডি চালু করা হবে৷ সাধারণ মানুষ ওখানে নিজেদের অভাব এবং অভিযোগ, এলাকার সমস্যা, পুলিশ বা স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগও জানাতে পারবেন। পুরসভা-ভিত্তিক ইস্তেহারে এসব অভিযোগ গুরুত্ব পাবে৷

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...