Sunday, November 9, 2025

হাকিমও নড়েছে, হুকুমও নড়েছে

Date:

Share post:

দিল্লির ঘটনায় আপাতত নিহত ৩৯, আহত ৩০০। এই সংখ্যাগুলোর পাশে বসতেই পারতো আরও কয়েকটা শূন্য থেকে নয়, এবং ভক্তদের হাতে পড়ে সেটা অসম্ভব কিছু নয়। যে ভাবেই হোক, রাজাকে খুশি করা চাই। সমস্যা হচ্ছে ওই ‘গনতন্ত্র’ নামক শব্দটাকে নিয়ে। গতবছরেই দেশের ৬৭ শতাংশ জানিয়েছিলেন, তারা গনতন্ত্র চান। কিন্তু পাশার চালে সে সংখ্যা হেরে ভূত। তাই দাঙ্গা হলেও বলতে নেই, ক্ষিদে পেলেও বলতে নেই। বাকি রাখা খাজনায় ঘৃন্য অপরাধ খুঁজে পাওয়া গেলেও, মানুষ খুনের ঘটনায় ভগবানের নির্দেশ অনায়াসেই মেলে। সেই ভগবান, যাঁর চিরাচরিত পরিচিতি প্রজাবৎসল সহৃদয় রূপে। সেই ভগবান যিনি পিতৃসত্য পালন করতে ক্ষমতা ছেড়ে বনবাসে যান এবং সেই ভগবান যাঁর মন্দির গড়তে তাঁরই ভক্তের নির্দেশে ভাঙতে হয় অন্য এক আরাধ্যের মন্দির।
ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ৷ বলেছেন জীবের সেবাই শিবের সেবা। কিন্তু আজকের ভক্তদের মতে শিবকে পেতে হলে জীবের মাঝে নয়, মন্দিরেই যেতে হবে। কোনো একসময় দুনিয়ার সৃষ্টিকর্তা হিসাবে শিব বা তার সহচররা পূজিত হতেন কিন্তু আজকের দুনিয়া ভক্তদের দখলে। তাই শিব আজ মন্দিরে বন্দি। অতএব মন্দির চাই, আরও বড় মন্দির চাই, আর তাই চাই প্রভূত সম্পত্তি। আর সে সম্পত্তি জোগাড় করতে জীব হত্যাও পুণ্যের কাজ।
এমনই কিছু জীবহত্যার ঘটনা মানতে পারেননি ভগবান কৃষ্ণ তথা মুরলীধর। দিল্লি হাইকোর্টের বিচারপতি মুরলীধর আইনের শাসন প্রতিষ্ঠা করতে তথা বিবেক দংশনের কারণে মানবতার হত্যাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। ফলও পান হাতেনাতে। কিছু সময় পরেই মধ্যরাতে তার বদলির নির্দেশ আসে। ভক্তদের মতে এই বদলি রুটিনমাফিক, তাই বিষয়টা বিতর্কিত নয়। কিন্তু বদলি নির্দেশের ভাষা মোটেই তেমন কথা বলছে না। তাছাড়া সেই পুরানো প্রবাদ ‘হাকিম নড়ে তো হুকুম নড়ে না’৷ এক্ষেত্রে সে প্রবাদও পদদলিত হয়েছে। হাকিমও নড়েছে হুকুমও নড়েছে। মহান ভক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরলীধর নির্দেশে আপাতত স্থগিতাদেশ বা জল ঢালা হয়েছে।
অতএব পুনঃমুষিক ভবঃ। ভক্তদের শাসনে দেশ যাক উচ্ছন্নে। শোষকের হাতে পড়ে আজকের গনতন্ত্র প্রসব করুক শতশত মৃত সন্তান। তাতে কিই বা যায় আসে। একদা বিখ্যাত সভ্যতার নামে অধর্মের দর্শন যদি সীমাবদ্ধ হয়, অন্ধকারে ঢেকে দেয় আকাশ অথবা জন্ম দেয় অসংখ্য মৃত্যুপুরীর, তবুও এবং অপ্রয়োজনীয় হলেও লড়কে লেঙ্গে হিন্দুস্তান।

লেখক আইনজীবী

spot_img

Related articles

কাশ্মীরে সরকারি হাসপাতালে জঙ্গি যোগ! চিকিৎসকের লকার থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

মুখে যতই বড় বড় কথা বলুন না কেন স্বরাষ্ট্রমন্ত্রী, ভূস্বর্গে যে জঙ্গিদের কার্যকলাপ বেড়েই চলেছে তার আরও এক...

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...