Monday, August 25, 2025

তৃণমূল-সুপ্রিমোর সভায় কারা ঢুকবেন, তাও ঠিক করছে টিম-পিকে !

Date:

Share post:

পুরভোট নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন৷ গুরুত্বপূর্ণ এই বৈঠক হবে আগামী ২ মার্চ নেতাজি ইণ্ডোরে৷

এই ইণ্ডোর-বৈঠকে দলের কোন কোন নেতা থাকতে পারবেন, কারা ঢুকতেই পারবেন না, তা ঠিক করার ভার তৃণমূলের পদাধিকারীদের হাতে আর নেই৷ গোটা বিষয়টিই দেখছে ‘টিম-পিকে’৷ অন্তত দক্ষিণ দিনাজপুর জেলার ছবি তো এমনই৷

দক্ষিণ দিনাজপুর থেকে তৃণমূলের কোন কোন নেতা কলকাতার নেতাজি ইণ্ডোরের গুরুত্বপূর্ণ সভায় হাজির হওয়ার সুযোগ পাচ্ছেন, রীতিমতো বৈঠক ডেকে তা জানিয়েছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম। গঙ্গারামপুরের রবীন্দ্র ভবনে জেলা তৃণমূলের নেতৃত্বকে ডেকে পিকের টিমের সদস্যরা “বিশেষ বার কোড” যুক্ত কার্ড বিলি করলেন। মঞ্চে পিকের টিমের সদস্যরাই জেলা নেতাদের নাম ধরে ধরে ডেকে তাঁদের হাতে বৈঠকে ঢোকার ‘ছাড়পত্র’ তুলে দেন। পিকের টিমের সদস্যরাই তৃণমূলের জেলাস্তরের শীর্ষনেতাদের নির্দেশ দেন, “যারা এই কার্ড পেলেন, তাঁরাই শুধু ২ মার্চ কলকাতায় আয়োজিত নেত্রীর সভায় যাবেন৷ যারা কার্ড পাননি, তারা সেদিন ইণ্ডোরে প্রবেশাধিকার পাবেন না৷
কোনওভাবে এই কার্ড হারিয়ে গেলে তাঁরা আর বৈঠকে ঢুকতে পারবেন না।” তৃণমূলের জেলা কমিটির একাধিক পদাধিকারী নেতাদের বিশেষ কার্ড দেওয়া হয়েছে। তবে জেলার অসংখ্য পদাধিকারি তথা বহু নির্বাচিত তৃণমূল কাউন্সিলর-সহ অনেক নেতাই এই কার্ড পাননি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলায় এতদিন ধরে ‘দিদিকে বলো’র যে প্রচারাভিযান চলেছে, সেই রিপোর্টে রাজ্য নেতৃত্ব খুশি৷ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার বলেছেন, “২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে প্রবেশের জন্য কার্ড এদিন বিলি করা হয়েছে। পুরো তালিকা পিকে’র টিম তৈরি করেছে। তারা নিজেরাই কার্ড বিলি করেছে। এই বিষয় আমাদের দায়িত্ব নেই। যাঁরা এদিন বৈঠকে উপস্থিত থাকেননি, অথচ পিকের তালিকায় নাম উঠেছে, তাঁদের কার্ড পৌঁছে দেওয়া হবে”৷

জেলা তৃণমূল সূত্রের খবর, আগামী বিধানসভা ও পুরসভা নির্বাচনের জন্যই দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে পিকে’র টিম
সমীক্ষা চালিয়েছে৷ কাকে টিকিট দেওয়া হবে তাও পিকের টিমের রিপোর্ট দেখেই রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।

শুধু ভোটের টিকিট নয়, আগামী ২ মার্চ কলকাতায় অনুষ্ঠিত রাজ্য নেতৃত্বের ডাকা বৈঠকে জেলা থেকে কোন কোন নেতা যাবেন, সে ব্যাপারেও টিম-পিকে’র সিদ্ধান্তই চূড়ান্ত৷ ওই বৈঠকে জেলার তৃণমূল নেতা উপস্থিত ছিলেন। বৈঠকের নেতৃত্বও দেন কলকাতা থেকে যাওয়া পিকের টিমের সদস্যরা। বৈঠকটি কেন ডাকা হয়েছে, তা প্রথমে সকলেরই অজানা ছিল। সভা শুরুর পর টিম-পিকে নেতাদের কার্ড সর্ম্পকে বিস্তারিত জানিয়ে দেয়। এর পরে একজন একজন করে নেতাদের নাম ধরে ডেকে তাঁদের হাতে সেই কার্ড তুলে দেওয়া হয়। বেশ কিছু পুরনো নেতার নাম ডাকাই হয়নি।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...