এতদিন ছিল চিন। এবার তার সঙ্গে যুক্ত হল ইরান, ইটালি, দক্ষিণ কোরিয়া। করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় চিনের পাশাপাশি এই তিন দেশেও ভারতীয় নাগরিকদের জন্য যাতায়াতে সতর্কতামূলক নিষেধাজ্ঞা জারি করল বিদেশ মন্ত্রক। কোভিড১৯ বা নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যু সংখ্যা ২৮০০ ছাড়িয়েছে। ইরান, দক্ষিণ কোরিয়া ও ইতালিতে মৃতের সংখ্যা যথাক্রমে ১৫,১৪ ও ১৭। গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে, একমাত্র আন্টার্টিকা বাদে প্রতিটি মহাদেশেই ছড়িয়েছে মারণ রোগ।
