১০০ কোটির প্রচার ভুয়ো, মুখ্যমন্ত্রী জানালেন ট্রাম্প সফরে খরচ মাত্র ৮ কোটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেদাবাদ সফরের জন্য গুজরাট সরকার ১০০ কোটি টাকা খরচ করছে বলে বিরোধীরা দাবি করেছিল। সেই দাবি উড়িয়ে রাজ্যের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি জানালেন, ১০০ কোটির হিসেব ওরা কোত্থেকে পেলেন জানি না। আমি তো নিজেও চমকে গিয়েছি। এত ভুয়ো প্রচার! ট্রাম্পের সফরের জন্য রাজ্য সরকারের খরচ হয়েছে মাত্র ৮ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানান, ট্রাম্পের যাতায়াতের রাস্তা সংস্কার, স্টেডিয়াম ও রাস্তার সৌন্দর্যায়ন, বৃক্ষরোপণ ও পাঁচিল তৈরিতে টাকা খরচ হয়েছে। কিছু অর্থ আমেদাবাদ পুরসভাও দিয়েছে।

আরও পড়ুন-কানহাইয়ার পাশে দাঁড়ালেন অনুরাগ