করোনাভাইরাসের জেরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সূত্রের খবর, এই ভাইরাসের জেরে আমেরিকায় প্রথম মৃত্যু হল। শনিবার ওয়াশিংটনে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আমেরিকায় এখন পর্যন্ত ৬৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গোটাবিশ্বে এই রোগে আক্রান্তের সংখ্যা মোট ৮৫ হাজার জন। এর মধ্যে প্রায় ২৯০০ জনের মৃত্যু হয়েছে। নিহতের একটা বড় অংশই চিন দেশের নাগরিক। ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লি এক বিবৃতিতে জানান, করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। নাগরিকদের সুস্থ ও নিরাপদ রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে এদিনই প্রথম মৃত্যু হলেও এর আগে গত ৬ ফেব্রুয়ারি চিনের উহান শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেরিকার এক নাগরিকের মৃত্যু হয়। এদিকে এই ভাইরাসের সংক্রমণের জেরে সংক্রামিত রোগীর সন্ধান ৬টি মহাদেশে মিলেছে। চিনের পরে সর্বাধিক ভাইরাস সংক্রামিত দেশ হিসেবে ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইরান ও দক্ষিণ কোরিয়া। বিশেষ পরয়োজন ছাড়া দেশের বাইরে পা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা সরকার। শুধু তাই নয়, করোনাভাইরাস সংক্রামিত দেশের নাগরিকরা যাতে আমেরিকায় ঢুকতে না পারে সেই বিষয়েও চরম সতর্কতা জারি করা হয়েছে ওয়াশিংটনে।

আরও পড়ুন-ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করল আমেরিকা-তালিবান
