এই স্লোগান এখন যেন করোনা ভাইরাস। ছাত্রনেতা কানহাইয়া কুমারের ‘আজাদি’ স্লোগান, যে স্লোগান গেরুয়া বাহিনীর চক্ষু শূল, সেটাই এখন আন্দোলনের অভিমুখ তৈরি কিরে দিচ্ছে, মিছিলকে জমিয়ে দিচ্ছে, আওয়াজকে সমুদ্র গর্জনে পরিণত করছে। অতীতের ক্লিশে হয়ে যাওয়া স্লোগান ছাত্র-যুব থেকে শুরু করে গণ আন্দোলনের কর্মীরা দূরে সরিয়ে রেখে ‘আজাদি’তে মজেছেন। যেমন রবিবার কলেজ স্ক্যোয়ারে ছাত্র পরিষদের প্রতিবাদ সভা। সভা থেকে আজাদির স্লোগান উঠল। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারদের একজন বলে উঠলেন, বাহ ভালোই দিচ্ছে স্লোগানটা। বামেদের সভা-মিছিলে তো এই স্লোগান থাকছেই, কংগ্রেস থেকে বিরোধী দলগুলিও কানহাইয়ার স্লোগানে মজেছে। এই স্লোগানের এমনই মাহাত্ম্য, যে সুদূর চেন্নাইতে ব্যাঙ্ক কর্মীদের সম্মেলনেও কানহাইয়ার কাছে আবদার আসে ওই স্লোগান মঞ্চে উঠে দিতে হবে। কয়েকদিন আগে দক্ষিণবঙ্গের এক সভাতেও তিন তিনবার ‘আজাদি’র স্লোগান মঞ্চে উঠে দিতে হয়েছে কানহাইয়াকে। গেরুয়া বিরোধিতায় এই স্লোগান আপাতত হট কেক, পড়ুয়া থেকে আন্দোলনকারীদের। নইলে কংগ্রেসের ছাত্র নেতারা স্লোগান দেন… ‘ মনুবাদ সে আজাদি!’

আরও পড়ুন-‘এনআরসি করতে এলে চামড়া গুটিয়ে দেব’, মোদিকে নিশানা অনুব্রতর