ফের পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি। এই নিয়ে তিনবার। ৩ মার্চ সকাল ৬টা ৪জনের ফাঁসি কার্যকর করার নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল দিল্লি হাইকোর্ট। ফলে ফের একবার অনির্দিষ্টকালের জন্য দণ্ডিতদের ফাঁসি পিছিয়ে গেল। রায়ের পরে সোমবার আদালতেই কান্নায় ভেঙে পড়েন নির্ভয়ার মা আশাদেবী।
এদিকে, অপরাধী পবন গুপ্তও এদিন দিল্লি পাটিয়ালা হাউস কোর্টে আবেদন জানায়। সোমবার সকালে পবনকুমার গুপ্তর রায় সংশোধনীর আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এরপরই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানায় সে। এদিকে, প্রাণভিক্ষার আর্জি খারিজ না হওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া সম্ভব নয়। এই কারণ দেখিয়েই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এ পি সিং। আইনানুযায়ী, দোষীদের আইনি সহায়তা পাওয়ার সব পথ বন্ধ হয়ে যাওয়ার পরে ১৪ দিন সময় দিতে হয়। ইতিমধ্যে প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রামনাথ কোবিন্দ। এ ক্ষেত্রেও রাষ্ট্রপতি তাঁর সিদ্ধান্ত জানানোর পরে ফাঁসি কার্যকর করতে ১৪দিন সময় দিতে হবে। এই পরিস্থিতিতে মঙ্গলবারও হচ্ছে না নির্ভয়া কাণ্ডের চার দোষীর ফাঁসি।
